সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নাগরিক সাংবাদিক

মনোনেশ - ময়মনসিংহ ও দেশ বিদেশের সাংবাদিক ও নাগরিক সাংবাদিক ... ময়মনসিংহ ও দেশ বিদেশের সাংবাদিক ও নাগরিক সাংবাদিক ভাইবোন ও ইউজারকে জানাই ঈদ

নাগরিক সাংবাদিকতায় অবদান mononesh das

নাগরিক সাংবাদিকতায় অবদান রাখা সকল ব্যবহারকারী এবং বন্ধুদের ঈদ মোবারক।  

নাগরিক সাংবাদিকতায় ফেসবুক mononesh das

নাগরিক সাংবাদিকতায় ফেসবুক কমিউনিটির ইউজাররা ব্যাপক ভূমিকা পালন করেছেন। ফদিও তারা পেশাদার সাংবাদিক নন। নিউজ বা তথ্যমূলক প্রতিবেদন আকারে নিজ ওয়ালে লিখে বা ছবি কিংবা ভিডিওর মাধ্যমে তুলে ধরেন।ইন্টারনেট বদৌলতে ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে সমাজ সচেতন হতে আগ্রহ দেখান। এই ইউজাররা নাগরিক হিসেবে নিজেদের কমিউনিটির সমস্যা সম্ভাবনা ঘটে যাওয়া ঘটনাবলীর ধারক বাহক হিসেবে প্রতিবেদন তৈরি করেন। দুঃখজনক হলেও সত্য যে, নাগরিক সাংবাদিকদের সূত্র হিসেবে ব্যবহার করলেও মূলধারার মিডিয়া কখনও কখনও তাদের সূত্র উল্লেখ করেনা কিংবা তাদের দেয়া তথ্য কপি পেস্ট করে প্রকাশ করায় আগ্রহ হারিয়ে ফেলেন । আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা তেমনি আবার ভুয়া তথ্য পরিবেশনে নিরুৎসাহিত করা ।